ব্ল্যাক ফাঙ্গাস মহামারিতে মৃত্যুর হার ৫০ শতাংশ!

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, |                          

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই ভারতে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে ৮ হাজার ৮০০ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক পাওয়া গেছে।

রোববার বিবিসির খবরে বলা হয়েছে, বিরল এ সংক্রমণে মৃত্যু হার ৫০ শতাংশের মতো। বাঁচার জন্য অনেককে চোখও ফেলে দিতে হয়।

সম্প্রতি কয়েকমাসে ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড-১৯ রোগী অথবা যারা সুস্থ হয়ে উঠছেন তাদের মধ্যে কয়েক হাজার ব্যক্তির দেহে এ ‘কালো ছত্রাকের’ সংক্রমণ মিলেছে।

চিকিৎসকরা বলছেন,এ সংক্রমণের সঙ্গে কোভিড চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের যোগ আছে।

কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার ১২-১৮ দিনের মাথায় এ রোগে আঘাত হানার লক্ষণ দেখা যাচ্ছে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মিউকরমাইকোসিসে ঝুঁকি তুলনামূলক বেশি বলেও মনে করা হচ্ছে।