রোজিনা ইসলামকে হেনস্তার নিন্দা জানিয়েছে ইউরো বাংলা প্রেসক্লাব

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, |                          

রোজিনা ইসলামকে হেনস্তার নিন্দা জানিয়েছে ইউরো বাংলা প্রেস ক্লাব
তাজ উদ্দিন, ফ্রান্স থেকে.

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইরো বাংলা প্রেসক্লাব এর কেন্দ্রীয় সভাপতি, নকশী বাংলা ফাউন্ডেশন এর সাবেক চেয়ারম্যান তাইজুল ইসলাম ফয়েজ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী মুন্না। তারা এক বিবৃতিতে বলেন বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের দুর্নীতি-অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে আটক ও নির্যাতনের শিকার হন রোজিনা ইসলাম।এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ আরও বলেন, শুধু স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাতই নয়, পক্ষান্তরে আশ্রয়–প্রশ্রয় দেওয়া হয়েছে দুর্নীতি ও লুটপাটের বরপুত্রদের। অনতিবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিয়ে অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সাংবাদিকনেতারা।পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা ন্যক্কারজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব লুটপাট ও কলঙ্কের মধ্যে এটা একটি নিকৃষ্টতম ঘটনা। পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থেকে রোজিনা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে থানায় নেওয়া হয় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা অনুসন্ধানী সাংবাদিকতা এবং মুক্ত গণমাধ্যমের প্রতি আক্রোশের প্রতিফলন। রোজিনা ইসলামকে হেনস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের শাস্তি ও অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিকেরা।
প্রেসক্লাব নেতৃবৃন্দ আরো বলেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে আজ অনেক সাংবাদিক দেশের মায়া ত্যাগ করে বিদেশে অবস্থান করতেছেন। আজ পর্যন্ত সাগর-রুনির হত্যার রহস্য উদঘাটন করতে সরকার ব্যর্থ হয়েছে। রোজিনা ইসলামের ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করা হলে দেশ-বিদেশের কলম সৈনিক রা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।