সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
সিলেটের সাহিত্যের বাতিঘর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্য পরিষদ ইউকে এর সম্মানিত পরিচালক কবি লুৎফুর রহমান তারেক এর ইতালি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও সাহিত্য সভা।
বরাবরের মতো এই অনুষ্ঠানেও সিলেটের প্রথিতযশা কবি সাহিত্যিকদের আন্তরিক উপস্থিতি ছিলো।
উক্ত অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ , বিশ্বনাথ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব সিরাজুল হক সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সাহিত্য অঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক বাছিত ইবনে হাবিব, কবি ও শিক্ষাবিদ, শেখ মো. আজাদ সাধারণ সম্পাদক বিশ্বনাথ উপজেলা সমিতি, অধ্যাপক নাজমুল আনসারী কবি ও শিক্ষাবিদ, ও স্বাগত বক্তব্য রাখেন মাহবুব হোসেন নওশাদ কবি ও সংগঠক
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জাকির হোসেন কবি ও সংগঠক,
এবং পবিত্র কুরআন তেলওয়াত করেন ক্বারী মো. শরীফ আহমদ, আরো বক্তব্য রাখেন সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী,
রিপন মিয়া কবি ও সংগঠক, কবি সাদ্দাম হোসেন জুনেদ কবি শাহ্ আব্দস সালাম, কবি আল আমিন, জয়নাল আবেদীন, উপস্থিত ছিলেন রাজন আহমেদ কুবাদ বখত চৌ. প্রমূখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025