সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় প্রি-পেইড মিটার প্রত্যাহার করার দাবিতে ২৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার রাত ৮ টায় গোটাটিকর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে গোটাটিকর এলাকার প্রবীণ মুরুব্বী হাজী তুরন মিয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সোমবার সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার সীদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রি-পেইড মিটার প্রতিরোধ আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্যের কার্যকরী কমিটির আহবায়ক হাজী তুরন মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, আপ্তাব আহমদ, ফয়সল আহমদ, মোঃ ইকতার খান, মইনু উদিন-ইঞ্জিঃ, মোর্শেদ মুকুল, রঞ্জন কান্তি দেব, জমির খান। সদস্য সচিব- হিসাবে আছেন মোঃ মনসুর হোসেন খান। যুগ্ম সচিব হিসেবে আছেন সাংবাদিক মঈন উদ্দিন, মঞ্জুর আহমদ খান, মোতাহার হোসেন জিয়াদ, সেলিম রানা, আব্দুল মোমিন বাচ্চু, আবুল হাসনাত। সাংবাদিক আফরোজ খান, দৈনিক শ্যামল সিলেটের বিজ্ঞাপন ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, সালাউর রহমান সালাম, সুমন আহমদ, লুৎফুর রহমান সোয়েল মিয়া, শামিম খান, মুক্তাদির আলম এপলু, লুতফুর রহমান, সোহেল মিয়া প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com