সিলেট ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ ঘোষিত অক্টোবর সেবা মাস উপলক্ষে বুধবার, ২৩ অক্টোবর, চট্টগ্রাম নগরীর পাহাড়তলী আকবর শাহ এলাকায় হযরত আবু হুরাইরা (রা:) হেফজখানা মাদরাসা ও এতিমখনায় এতিম ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শুকনো খাবার সামগ্রী, কুরআন, শিক্ষা সামগ্রী, মশারী, প্রসাধনী সামগ্রী বিতরণ ব্লাড গ্রুপিং, ডেঙ্গু সচেতনতা, হেলথ ক্যাম্পেইন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা আরবি হাতের লেখা, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন যৌথ ভাবে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং চিটাগাং ক্লাসিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, জয়েন্ট ট্রেজারার লায়ন মো. নাসির উদ্দীন এমজেএফ, গেট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, কর্ণফুলী এলিট প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, ক্লাসিক প্রেসিডেন্ট লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন, মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মনিরুল ইসলাম। লিও জেলার কনসার্ন রিজিয়ন ডিরেক্টর লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, কনসার্ন জোন ডিরেক্টর লিও আজমাইন সাদমান, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইকলাস উদ্দীন আকিল, লিও ক্লাব সেক্রেটারি লিও আফসানা পারভিন, লিও ইয়াসিন উসরাত শানীন, লিও ফাতিন মানসিব, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও তোহিদ হাসান রিহাব,
লিও মেহেরুন্নেসা আলিফ, লিও নিলয় দাস প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন শামসুদ্দিন বলেন লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতার উন্নতি করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com