সিলেটের অভিজ্ঞ ব্যাডমিন্টন খেলোয়ার নাঈম ও মিজান ৩৯ তম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ গ্রহন করে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে গৌরবময় সাফল্য ও চ্যাম্পিয়ন হওয়ার তাদের শ্রদ্ধেয় ওস্তাদ বিশিষ্ট সমাজ সেবক আহমদ জুলকারনাইন কে মিষ্টি মুখ করান। এসময় সমাজসেবক আহমদ জুলকারনাইন সিলেটের গর্ব চ্যাম্পিয়ন দুই খেলোয়াদের জন্য দোয়া ও সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।
তিনি আরও বলেন নাঈম ও মিজান, চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে জাতীয় ক্রীড়াঙ্গনে এক অনন্য রেকর্ড গড়েছেন, যা দেশের ব্যাডমিন্টন ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক হিসেবে থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,সমাজসেবক সামছুল আলম শাহীদ ,দেওয়ান তৌফিক মজিদ লায়েক,মাকুম আহমদ, সাবেক ক্রিকেটার হানিফ আহমদ, খোকন আহমদ, কন্ঠ শিল্পী পুলক, ক্রিকেট আম্পায়ার আশরাফ আরমান,ও কয়েকবার ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন সিলেটের এনামুল হক এনাম,প্রমুখ।