সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪
দু’দিনের সাংগঠনিক সফরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মু. জাহিদুল ইসলাম আজ শনিবার সিলেটে আসছেন। বিকাল ৩টায় নগরীর চন্ডিপুলস্থ এক অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া সকাল ১০টায় সাথী সমাবেশ ও সন্ধ্যা ৬টায় তিনি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন। দীর্ঘ ১৬ বছর পর নগর ছাত্রশিবির প্রকাশ্যে ব্যাপক কর্মসূচীর আয়োজন করেছে। ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর দেশে বহুদলীয় রাজনীতির পথ সুগম হওয়ার ফলে রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসন ও পুলিশের বাঁধা আর নেই।শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জনগণ মুক্তি পেয়েছে। ছাত্রশিবির আয়োজিত কর্মসূচি সমুহ সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন নগর শিবির সভাপতি শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক শাহিন আহমদ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025