সিলেট ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নাজমুল কবির পাভেল সভাপতি ও আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
আজ শনিবার (১৭ মে) নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সদস্যদের প্রত্যেক্ষ ভোটে নাজমুল কবির পাভেল সভাপতি, আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সাধারণ সম্পাদক এবং জাবেদ আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
কমিটির বাকি সদস্যরা হলেন সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহসভাপতি শেখ আবদুল মজিদ,সহ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন,প্রচার প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025